ঢাকা ০৩ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

পাবনায় যুবলীগ কর্মী হত্যা মামলার আসামি গ্রেপ্তার

পাবনায় যুবলীগ কর্মী হত্যা মামলার আসামি গ্রেপ্তার

পাবনার ঈশ্বরদীর রুপপুরে যুবলীগ কর্মী ওয়ালিফ হোসেন মানিক হত্যা মামলার এজাহারভূক্ত আসামী তৌফিক আহমেদ সুপ্ত ওরফে দিপু (২৪) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার পাকশী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে র‌্যাব-১২, সিপিসি-২ পাবনা এর আভিযানিক দল।

গ্রেপ্তারকৃত দিপু উপজেলার পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইল গ্রামের শাহিন হোসেনের ছেলে।

বুধবার (২০ নভেম্বর) মধ্যরাতে র‍্যাব-১২, সিপিসি-২, পাবনার স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মনোয়ার হোসেন চৌধুরী সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃত আসামী দিপুকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, সোমবার ( ১৮ নভেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার পাকশী ইউনিয়নের রুপপুর মোড় সংলগ্ন স্থানে যুবলীগ কর্মী ওয়ালিফ হোসেন মানিককে গুলি করে ও কুপিয়ে হত্যা করে দুবৃত্তরা।

পাবনা,যুবলীগ কর্মী,হত্যা মামলা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত